সাইদুর রহমান (রুবেল মোল্লা),ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের বাউখন্ড গ্রামের ফজল হক (৪০) হত্যা মামলার আট আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে ঢাকা জেলা জজ।
হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন শেষে আট আসামি সোমবার ঢাকার জেলা দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন। ঢাকা জেলা জজ হেলাল উদ্দিন আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামিরা হচ্ছে- ধামরাইয়ের আমতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মাটি ব্যবসায়ী আলকেছ আলী, মাটি ব্যবসায়ী মীর হোসেন, আলতাব হোসেন, আলামিন, ছোট আলামিন, আইযুব আলী, রতন আলী ও শফিকুল ইসলাম। এরা সবাই আমতা ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, মাটি ব্যবসাকে কেন্দ্র করে গত ৬ জুলাই ভেকু মেশিনের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে একই এলাকার মীর হোসেন ও আলকেছ মেম্বারের নেতৃত্বে ১৪-১৫ জন মিলে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে ফজল হককে প্রকাশ্যে বাজার থেকে তুলে নিয়ে হাত-পা বেধে পিটুনি এবং বৈদ্যুতিক র্শক দেয়। এরপর ওইদিনই রাত ১০টার দিকে ফজল হক মারা যান। এ ঘটনায় পরেরদিন ৭ জুলাই তার বৃদ্ধ মা আছিয়া বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আটজন আসামি সম্প্রতি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন। এরপর সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা স্থায়ী জামিনের জন্য গতকাল সোমবার ঢাকা জেলাদায়রা জজ কোর্টে জামিনের আবেদন করেন। আবেদনে মামলার সকল দিক পর্যালোচনা করে ঢাকা জেলা দায়রা জজ হেলাল উদ্দিন আসামিদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গতকাল সোমবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
Leave a Reply