মিথুন কর্মকার আমতলী – বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলার চুনাখালী স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) নবীন বরণ, এসএসসি ২০২৪ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, বার্ষিক বনভোজন, ক্রিয়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৮ ও ১৯ জানুয়ারি রোজ শনিবার ও রবিবার চুনাখালী স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও কবুতর উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন ভর্তি শিক্ষার্থী,২নং কুকুয়া ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা,গত বছরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদ। সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি শামসুদ্দিন আহমেদ ছজু ও রুস্তম আলী আকন। সাবেক শিক্ষাথী ডাঃ আনোয়ার হোসেন এবং অত্র এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক-কর্মচারী ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা , দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি লাফ, মোমবাতি জ্বালানো, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের ক্রেস্ট বিতরণ ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply