প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
ঝিনাইদহে চরমপন্থীদের মধ্যে গুলাগুলিতে ট্রিপলমার্ডার

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে জাসদ গনবাহিনী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ ও লিটন নামের দুইজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে।
নিহত হানিফ (৫২) হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে ও লিটন (
৩৫) শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৩ চরমপন্থিকে গুলি করে হত্যার দায় জাসদ গণবাহিনী স্বীকার করেছে বলে জানা গেছে।
এঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24