সন্দ্বীপ (চট্টগ্রাম ) প্রতিনিধি:
সন্দ্বীপ আনন্দ পাঠশালা ও গাছুয়া একে একাডেমি “তারুণ্যের উৎসব ২০২৫” এর বিতর্ক প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে উপজেলায় ২য় স্থান অধিকার করেছে। ২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে এই গৌরবময় সাফল্যের মাধ্যমে দলটি জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় সন্দ্বীপ আনন্দ পাঠশালা ও গাছুয়া একে একাডেমি এই অসামান্য অর্জনের পেছনে নেতৃত্ব দেয় দলনেত্রী
আনন্দ পাঠশালার সায়ীদাহ কামাল, সাদিকা রহমান তৃনা, আনিকা তাবাসসুম নুহা, গাছুয়া এ কে একাডেমির সাকিবা ইয়াসমিন তাসমি, মিফতাহুল জান্নাত, সিফাত আল হোসাইন।
সেরা আইডিয়া” প্রদান প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় সন্দ্বীপ উপজেলা ২য় স্থান অর্জন করায় অংশগ্রহণকারি ছাত্র ছাত্রীদের কে অভিনন্দন জানান সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর ( জনস্বাস্থ্য প্রকৌশলী) রবিন সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা গণ।
Leave a Reply