শাওন হোসেন – মাদারীপুর কালকিনি প্রতিনিধি:
মাদারীপুর সদর থানায় নতুন অফিসার ইনচার্জ মোকসেদুর রহমানকে জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সাংবাদিকবৃন্দ ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ তাকে স্বাগতম জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে। এই সময় তিনি সকলের সাথে মতবিনিময় করেন। আজ শুক্রবার (21 ফেব্রুয়ারি) সন্ধ্যা সাত ঘটিকার সময় ওসি মোকসেদুর রহমান বলেন, মাদারীপুর থানায় যে কোন ধরনের অপরাধ দমনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন আপনারা সকলে মিলে আমাদের সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পুলিশ সব সময় জনগণ ও আপনাদের সাংবাদিকদের পাশে থাকবে। এবং অন্যায়কারী যে-ই, হোক তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানান। এই সময় সকলেই ওসির সাথে একাত্মতা প্রকাশ করে নতুন ওসিকে ধন্যাবাদ জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সম্মানিত সভাপতি মোঃ জুয়েল বেপারী , সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ- সাধারন সম্পাদক শাওন হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সকল সদস্যবৃন্দ।
Leave a Reply