রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
সহকারী শিক্ষকদের গ্রেড বৈষম্য হ্রাস করে অচিরেই ১০ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
এরই ধারাবাহিকতায় আজ ২২শে সেপ্টেম্বর'২৪ রোজ রবিবার বিকেল চারটা বিশ মিনিটে নাগরপুর উপজেলা প্রশাসন চত্ত্বরে নাগরপুর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন সময়ে দশম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত সকল সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন গয়হাটা নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমা রলে, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান খান, দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা মমতাজ, বাদিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন মিঞা।
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের যৌক্তিক দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে উক্ত মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে আমরা যে গ্রেডে চাকরিরত রয়েছি আমরা এখানে কেউই শুধুমাত্র এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষক নই। আমাদের সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত।
তাই আমাদের জীবনযাত্রার মান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য অনতিবিলম্বে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ সময় নাগরপুর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উক্ত দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24