মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুল ছাত্র ইসমাইল হত্যার প্রধান আসামীকে ৪ মাস ১২দিনেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী ইসমাইলের পিতা তার ছেলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহার ও মৃত ইসমাইলের পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার ৫/৬মাস পূর্বে পীরপুর সাহানাপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে আনসারুলের সাথে চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে ইসমাইলের সাথে মারামারি ঘটনা ঘটে ও জীবন নাশের হুমকি প্রদান করে। গত ০৭/০৮/২৪ ইং তারিখ রাত আনুমানিক ইসমাইল তার মাকে বলে পীরপুর বাজারে যায়। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় ওই দিন রাত ১১টার দিকে ইসমাইলের মা তার স্বামীকে সন্তানের খোঁজ নিতে বলে। তখন থেকে তার পরিবারের লোকজন ইসমাইলে খোঁজখবর নিতে শুরু করে। ইসমাইলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। গত ০৮/০৮/২৪ ইং তারিখ স্থানীয় লোকজনের মাধ্যমে ভোর ৫টার দিকে যে পীরপুর সাহানাপাড়া মোড়ের বাজারে জনৈক রয়েলের মুদির দোকানের সামানে রক্তাক্ত মৃত অবস্থায় ইসমাইলের লাশ পরে থাকার খবর পায়। ঘটনা স্থালে উপস্থিত হয়ে রক্তাক্ত ও ডান চোখ উপরে ফেলা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এঘটনায় ইসমাইলের পিতা মজিদুল হক বাদী হয়ে আনসারুলকে প্রধান আসামী করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞাতনামা ২আসামীকে গ্রেফতার করলে প্রধান আসামী অজ্ঞাত কারনে পুলিশ গ্রেফতার করছেনা। ইসমাইলের পিতার অভিযোগ দীর্ঘ ৪মাস অতিবাহিত হওয়ার পরও নাচোল থানা পুলিশ অদৃশ্য কারনে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করছেনা। এতে করে তার পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। ওই মামলার আইও এসআই মুকুল চন্দ্র বর্মন জানান মামলা এখন তদন্তাধীন রয়েছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান পুলিশ আসামী গ্রেফতারের প্রচেষ্ঠায় রয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24