সাইফুল ইসলাম,নোয়াখালী:
নোয়াখালী জেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম ও জাতীয় বিভিন্ন দিবসগুলো যথাযথভাবে মর্যাদার সাথে উদযাপনের মাধ্যমে সংগঠনটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
তারই অংশ হিসেবে বিজয়ের মাস ডিসেম্বর কে কেন্দ্র করে নানা রকম কার্যক্রম সম্পন্ন করেছে সেবার আলো ফাউন্ডেশন। এই উদ্যোগের মধ্যে ছিল অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।সেই সাথে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: শাহেদ বলেন আগামীতেও সকল ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে সংগঠনের সভাপতি ইমরান নাজির বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে যারা প্রাপ্য তাদের মাঝে আমরা সকল সেবা পৌঁছে দিতে পারব।
Leave a Reply