মো. রনি ধনবাড়ী -টাঙ্গাইল প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এ বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী এ উদ্বোধনী মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি একেএম ফজলুল হক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দগন।
মেলার প্রধান আকর্ষন গ্রামবাংলার ঐতিহ্যবহনকারী বিভিন্ন ধরনের লোভনীয় পিঠা। এসব পিঠার পসরা নিয়ে বসে ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিটি পিঠার স্টলে ছিলো সব বয়সের মানুষের উপচে পড়া ভীড়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24