মো: জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জাবেদ আলীকে সভাপতি ও মো. সাকুয়ার সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কৃষক দলের কেন্দ্রীয় সংসদ।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর মৃধা ও সদস্য সচিব মো. আলী আজম খান এই আংশিক কমিটির অনুমোদন দেন। বিকেল ০৩ টার দিকে লতিফপুর ইউনিয়ন শাখা কৃষক দলের নবাগত কমিটির সাধারণ সম্পাদক মো. সাকুয়ার সিকদার কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট কৃষক দলের টাঙ্গাইল জেলার মির্জাপুর লতিফপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটির অনুমোদন দেন। নতুন আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. হেলাল সিকদার, মো. নজরুল ইসলাম, কৃষিবিদ মো. আনিছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মজিবর সিকদার ও দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল সিকদার রয়েছেন।
উপজেলার লতিফপুর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. সাকুয়ার সিকদার বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা নতুন উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কৃষক দলের নবাগত কমিটি আগামীতে উপজেলার কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আমরা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা মির্জাপুর কৃষক দল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকব।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাঈদ সোহরাব, বিশেষ অতিথি,
মির্জাপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ভিপি জনাব মো. হযরত আলী মিঞা,
লতিফপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলী হোসেন রনি,
সহ উপজেলা পৌর ও লতিফপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24