শাওন আহাম্মেদ- শেরপুর জেলা প্রতিনিধি:
অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানিকভাবে বেলুন-ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আমিনুল ইসলাম।
পরে প্রধান অতিথি সম্মানিত পুলিশ সুপার মহোদয় অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে প্লেসের পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক-সহ শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।
পরবর্তীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply