হাবিবুর রহমান রনি:
সুবর্ণচর উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-২০২৫ হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিনব্যাপী চরক্লার্ক মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহমেদ, ৩ নং চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বশির আহমেদ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার ডিপটি, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ, চরক্লার্ক ইউনিয়ন বিএনপি নেতা সেলিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আলোচনার সময় বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে মাদক ও জুয়ায় আসক্ত না হতে, নিয়মতি খেলাধূলা করতে, ভালো করে লেখাপড়া করতে পরামর্শ দেন। এছাড়াও সামনের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাশ করলে তাদের জন্য বিশেষ পুরস্কারেরও ঘোষণা দেয়া হয় অতিথিদের পক্ষ থেকে।
চরক্লার্ক মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে ২৫ টি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply