মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক।
মেলায় হস্তশিল্প, বস্ত্র, কুটির শিল্পজাত পণ্য, প্রসাধনী, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রায় ৪০টি স্টল রয়েছে। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। পাশাপাশি শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, পুতুল নাচ ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা।
আয়োজকরা জানিয়েছেন, মেলার মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটবে, তেমনি ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply