মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণকার্যে নিরাপত্তাহীনতা কেড়ে নিলো শ্রমিক ইব্রাহীমের প্রাণ।
রবিবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে ১০তলা ইউটিলিটি ভবন থেকে নিচে পড়ে যায় ইব্রাহীম।এমতাবস্থায় তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এবিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, “ইব্রাহীম নামে এক শ্রমিক ভবন থেকে পড়ে মারা গেছে। তারা মৃত্যুদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে তার পরিবারের কাছে সমর্পণ করা হবে।”
মো. আবু তাহের নামে এক শিক্ষার্থী বলেন, “কয়েকদিন পরে ঈদ, পরিবারের জন্য কত কিছু পরিকল্পনা ছিলো হয়তো। পরিবারও হয়তো আশা নিয়ে ছিলো। বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সহায়তা করা উচিত।”
শ্রমিকের এই মৃত্যুতে পুরো ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া যেমন ফেলেছে,ঠিক তেমনি আঙুল তুলেছে নির্মাণকার্যে নিরাপত্তাদানের বিষয়টিতে।
এদিকে নির্মাণাধীন ভবনের সাইট ইন্জিনিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানা গেছে, এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনের কাজে নিয়োজিত রয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
পাওয়া তথ্যানুযায়ী,বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে তেমন সেইফটি মেইনটেইন করা হয়না বলেও অভিযোগ রয়েছে এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
উল্লেখ্য,শ্রমিক ইব্রাহীমের দেশের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ঈদের ছুটিতে কথা ছিল বাড়ি ফেরার,তবে তার পরিবার ঘুণাক্ষরেও ভাবেনি লাশ হয়ে ফিরবে।ইব্রাহিমের এই চিরবিদায়ে তার পরিবার গভীরভাবে শোকাহত,তার সাথে শোকাহত নজরুল ক্যাম্পাস।সে তার পরিবারের কাছে যেমন বেঁচে থাকার স্মৃতি রেখে যাচ্ছে,ঠিক একইভাবে নজরুল ক্যাম্পাসে প্রশ্ন রেখে যাচ্ছে তার বেঁচে না ফেরার।
Leave a Reply