মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধি:
ফ্যাসিবাদের বিরোধীতায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ করেছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর থেকে জমায়েত হয় এবং ‘বিদ্রোহী’ হলের সামনে অবস্থান করে নিজেদের দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমরা ৩৬ দিন ধরে লড়াই করেছি। যারা প্রাণ দিয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সরকার যদি তাদের বিচার না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”
তারা আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া কোনো ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন হতে পারে না—এমন বক্তব্য ধোপে টেকে না। আমরা একচেটিয়া রাজনীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আমরা তা করেই ছাড়ব।”
উল্লেখ্য,জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মধ্যরাতের পোস্টের মাধ্যমে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ‘ফাঁস’ করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি স্পষ্ট করেন, “আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া যাবে না। ”
যার প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন জাককানইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
Leave a Reply