মোঃ মনির মন্ডল,সাভারঃ
আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।রোববার (২৩ ফেব্রুয়ারি ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হন। এসময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।এলাকাবাসী অভিযোগ করে বলেন, আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড় এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না।
অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে হাতি নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে। অথচ, বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। তিতাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি।অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এর কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের আধারে সংযোগ দেওয়া হয়। এযেন চোর পুলিশ খেলা। গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করবো।ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের নেতৃত্বে মো: কফিল মন্ডল, মো: শওকত শিকদার, আবু রাসেল, মো: শামসুল আলম, মো: আলম হোসেন ও মো: পাখিসহ কয়েকশ বাড়ীওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24