মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা-জাককানইবি প্রতিনিধি:
নাম ও ছবি ব্যবহার করে সাজা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চাওয়া হয় টাকা।
ঘটনাটি ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে,যা এখন সবার মুখে মুখে।
শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেইজে এমনই এক পোস্ট প্রতারণার প্রমাণস্বরূপ করা হয় ,যেখানে দেখা যায় প্রতারক ফেইক আইডি দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলম )পরিচয় দিয়ে টাকা হাতানোর চেষ্টা করছেব।
পাওয়া তথ্যানুযায়ী,01856064528 নম্বর থেকে মোকাররম নামের এক ব্যক্তিকে জরুরী ভিত্তিতে বিকাশে পেমেন্ট করার নির্দেশ দেয়া হয়।যেখানে ব্যবহার করা হয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের নাম ও ছবি।ভুক্তভোগীর কাছে আইডি ও আচরণ সন্দেহজনক মনে হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শীর্ষস্থানীয় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় ।
এদিকে উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান একটি বিজ্ঞপ্তি দেন,যেখানে উনি উপাচার্যের ফেইক আইডি নির্দেশ করে বলেন,"সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এই আইডি মাননীয় উপাচার্য স্যারের আইডি না। কে বা কারা মাননীয় উপাচার্য স্যারের নামে আইডি খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবাইকে এই আইডি হতে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।"
এবিষয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, "দেশের সকল সিম রেজিষ্ট্রেশনের আওতাভুক্ত হওয়ায় খুব সহজেই এসকল সিম ইউজারদের পরিচিত শনাক্ত করা সম্ভব। হোয়াইট'স এ্যাপের এমন ফেইক আইডিগুলোর বিরুদ্ধে অতি দ্রুত সকল প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য এহেন পরিস্থিতি চরম বিব্রতকর।"
শিক্ষার্থীরা বলেন, ‘ঈদের আগে প্রতারকরা উপাচার্যদের টার্গেট করছে। এর আগে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া আইডি খুলে টাকা চেয়েছে। আর এখন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামেও চাচ্ছে। এরপরে কোন উপাচার্যকে টার্গেট করে কে জানে। সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিৎ।’
উল্লেখ্য,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমেই সর্তকতামূলক বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। যাতে করে সর্বসাধারণ সতর্কতা অবলম্বন করতে পারে।পাশাপাশি,তিনি এর দায়ভার নিতে অনিচ্ছুক।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24