মো. শামীম হোসাইন:
পিরোজপুরে প্রায় ২ কোটি (১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭) টাকা আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বিকেলে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে মামলাটি করেন। কাল শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের দুটি অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলার সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), ২০২৩-২৪ অর্থবছরের ওষুধ ও এমএসআর-সংক্রান্ত সার্ভে কমিটির সভাপতি ফারহানা রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সার্ভে কমিটির সদস্যসচিব মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও সার্ভে কমিটির সদস্য সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আল আমিন গাজী, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশনের প্রোপ্রাইটর এস এম শামসুল আরেফীন, উইড্রা বিডির প্রোপ্রাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকেল টেকনোলজির প্রোপ্রাইটর মো. জহীরুল ইসলাম, মেডি স্কয়ারের স্বত্বাধিকারী মো. রাশেদুজ্জামান (এরশাদ)।
মামলার বিবরণে জানা যায়, ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্যচিকিৎসাসামগ্রী) সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ছিল। এসব সরবরাহের কার্যাদেশপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এবং সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটির সভাপতিসহ দুই সদস্য ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও এমএসআর বুঝে নিয়ে ওই অর্থ পরিশোধ করেন।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযান চালানোর সময় হাসপাতালের স্টক রেজিস্ট্রার এবং ওষুধ ও এমএসআর-সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়। এতে ২০২৩-২৪ অর্থবছরে সরবরাহ করা ওই ওষুধ ও এমএসআর স্টক রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা থাকলেও তা স্টোরে পাওয়া যায়নি।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্য প্রাপ্তির পর ২ ফেব্রুয়ারি এসবের ঘাটতি পূরণের জন্য আসামিরা একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুতের অপচেষ্টা করেন। দুদক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকসহ ওই ওষুধ জব্দ করে।
মামলার বিবরণে আরও জানা যায়, পরবর্তী তদন্তের সময় এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় তাঁদেরও আসামি করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। মামলার তদন্তে আসল বিষয় উঠে আসবে বলে মনে করেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24