হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগ দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধীছাত্র-জনতা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন
সোলোগান দেন তারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ কারীরা একটি মিছিল নিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, আমাদের ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই অভিযুক্তরা জামিনে বের হয়ে আসছেন। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই আমরা আবারও তাদেও হামলার শিকার হবো।
এর আগে গতকাল রোববার ৫ আগস্ট হত্যা চেষ্টা মামলার ৬ আসামিকে জামিন দেন বিচারক মাহমুদা সুলতানা। পক্ষে তাৎক্ষণিক ওই আদেশে রবিবার রোধিতা করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই। তবে যে মামলার বয়স মাত্র চার দিন সেই মামলায় আসামিরা জামিন কিভাবে পান এটা রহস্য জনক। এরা বাইরে গিয়ে গিয়ে আবারো অরাজকতা চালাবে।
গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের জিলহজ্ব হোসেন বাদী হয়ে তার ভাই জনিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় ৭৮ জনকে। মামলার দিনই কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয় একই মামলায়। এ মামলায় আসামিদেও গতকাল রোববার জামিন দেন মাহমুদা সুলতানা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24