আল আমিন হাওলাদার:
নেত্রকোণার দুর্গাপুরে তিন নং চন্ডিগড় ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ফুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।
এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুবদলের এই ইফতার আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
চন্ডিগড় ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সহ সকলের মঙ্গল কামনা করা হয়েছে।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান।
যুবদলের এই ইফতার আয়োজন সফল করতে সার্বিক দায়িত্ব পালনে মূখ্য ভূমিকা রাখেন ৩ নং চন্ডিগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম খোকন সরকার,যুগ্ন ইকবাল হোসেন ও শাহ আলম,সদস্য সচিব ফয়েজুল্লাহ মিলন সহ ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এই আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মেম্বার সদস্য সচিব জয়নাল । এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম কাইয়ুম,পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি,উপজেলা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন এবং পৌরয অব দলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সজিব ,,এমদাদুল হক, সহ অনেকে।
Leave a Reply