মিথুন কর্মকার,আমতলী বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলার চুনাখালি স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক অ্যাড. মাহবুব উল আলম’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু জাফর (বিএসসি) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।
ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক এডভোকেট মাহবুব আলম বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি রুস্তম আলী আকন ও বিদ্যানুরাগী আবু সালেহ মাহবুব হাওলাদার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply