সজীব আহমেদ-স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার, জাফরাবাদ জনসেবা সংগঠনের উদ্যোগে, মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিন ব্যাপি নাইট মিনি ক্রিকেট টুনার্মেন্ট-২০২৫ইং সম্পন্ন হয়েছে। নাইট মিনি ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এড. জাহাঙ্গীর আলম মোল্লা (সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি) উদ্বোধক হিসাবে ছিলেন জনাব আশরাফ হোসেন পাভেল(সভাপতি করিমগঞ্জ পৌর বিএনপি)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব এড. শফিউজ্জামান শফি (সাবেক সাধারণ সম্পাদক, করিমগঞ্জ)
বিশেষ অতিথি: জনাব এড. দিলোয়ার হোসেন, সহ-সভাপতি, করিমগঞ্জ উপজেলা বিএনপি। জনাব মোঃ হারুন সরকার, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ পৌর বিএনপি। জনাব মোঃ মোস্তফা কামাল, চেয়ারম্যান, ১১নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান, ১০নং জাফরাবাদ ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ শাহীন সরকার, সাবেক সদস্য, করিমগঞ্জ উপজেলা বিএনপি। জনাব মোঃ শিহাব উদ্দিন হানিফ, ১, সদস্য সচিব, করিমগঞ্জ উপজেলা যুবদল। জনাব মোঃ আবু বাক্কার, সাবেক বিএনপি নেতা। জনাব মোঃ রাকিব আকুঞ্জি, সদস্য সচিব, করিমগঞ্জ উপজেলা ছাত্রদল। জনাব মোঃ আজহার আলী, সাবেক সাধারণ সম্পাদক, জাফরাবাদ ইউনিয়ন বিএনপি। আরো উপস্থিত হিমেল হাসান ইমন, সভাপতি জাফরাবাদ জনসেবা সংগঠন।
জাফরাবাদ জনসেবা সংগঠন এতে অংশগ্রহণ করেন চারটি দল চেতনায় ২৪, দুর্দান্ত কিংস, জাফরাবাদ ওরিয়স, এবং চাচা হেনা কোথায় দলগুলো। ফাইনালে জাফরাবাদ ওরিয়সকে ৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্দান্ত কিংস্। ম্যান অফ দ্যা ম্যাচ রাকিব আহম্মেদ, ম্যান অফ দ্যা টুনার্মেন্ট হয় সিয়াম আহম্মেদ। ম্যান অফ দ্যা ক্যাপ্টেন সারওয়ার হোসেন মাহফুজ।
Leave a Reply