জয়পুরহাট -জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে আমদই ইউনিয়নের মুরারীপুর এলাকায় তুলশীগঙ্গা নদী থেকে একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সেখানে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে ছাত্রদলের একাংশ ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে সেখান থেকে সরে যায়।
ঘটনার জের ধরে ১৯ মার্চ (বুধবার) উভয়পক্ষের মাঝে ইউনিয়ন পরিষদে আপোষ-মীমাংসার চেষ্টা করা হয়। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. ইছামদ্দিনসহ অন্যান্য সদস্যরা। দুই পক্ষ হাত মিলিয়ে মাফ করে বিষয়টি মীমাংসা করে।
কিন্তু মীমাংসার পরেও সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ওইদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ইউপি সদস্য সাইফুল ইসলাম ইউনিয়ন পরিষদ ভবনের মূল ফটকের সামনে পৌঁছালে আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির (২৫), সাধারণ সম্পাদক মো. হৃদয় (২১), মো. আরিফুল ইসলাম (২৮), মো. শরিফুল ইসলাম, মো. বারিক (২৪) এবং মো. আরিফ (২৫) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।
হামলায় সাইফুল ইসলাম মারাত্মকভাবে আহত হন। অভিযুক্তরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে তিনি বাম হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাত ভেঙে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, ১৮ মার্চ অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে আমদই ইউনিয়ন ছাত্রদলের একাংশ মানববন্ধন করে। আমি সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাই। পরে ছাত্রদলের আরেক অংশ পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়।
অন্যদিকে অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, আমি জমির মালিকদের কাছ থেকে প্রতি গাড়ি ১০০ টাকা দিয়ে মাটি কিনেছি। মানববন্ধন ছাত্রদল করবে কেন? আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply