মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন। পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সভার সভাপতিত্ব করেন।
সভায় পুলিশ সুপার জেলার পুলিশ সদস্যদের পূর্ববর্তী প্রস্তাবনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং নতুন কোনো প্রস্তাবনা থাকলে তা সভায় উপস্থাপনের আহ্বান জানান। এরপর তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও পুলিশ লাইন্সের শাখাসমূহ—যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি স্টোর, ডি স্টোর, রিজার্ভ অফিসসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ মামলাসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা (আইও) ও থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
পরিশেষে পুলিশ সুপার সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply