সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের পাঁচশত গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সন্দ্বীপে দি হেভেন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ইফতার সামগ্রীর জন্য ক্যাশ টাকা বিতরণ করা হয়েছে।
২২ মার্চ শনিবার বিকেল ৩ টায় উপজেলার এনাম নাহার মোড় সিটি সেন্টারে সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
দি হেভেন ফাউন্ডেশন সন্দ্বীপ শাখার কো- অডিনেটর ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব – অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী, উপস্থিত ছিলেন এনাম নাহার মোড় ব্যবসায় কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। আগামী ২/৩ মধ্যে তালিকাকৃত সকল পরিবারের বাড়িতে গিয়ে এই অর্থ পৌঁছানো হবে।
Leave a Reply