নবাবগঞ্জ প্রতিনিধি:
নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্সের বিশেষ অভিযানে একদিনে ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টা থেকে শনিবার (২২ মার্চ) ভোর ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযানে ডেভিল হান্ট অভিযানের আওতায় মোঃ জাকিরুল ইসলাম, মাদক ব্যবসায়ী মোঃ মিলন বাবুকে ১৫০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া ১৫১ ধারায় মোঃ গোলাম মোস্তফা ও মোঃ শামীম রেজাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, জিআর পরোয়ানা মূলে শ্রী ভবানী চন্দ্র পাল এবং সিআর পরোয়ানা মূলে মোঃ শাহাদত হোসেন, মোঃ সৌরভ হোসেন ও মোঃ লিটনকে গ্রেফতার করা হয়। এছাড়া, নিয়মিত মামলায় মোঃ আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নবাবগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে। নবাবগঞ্জ থানার এই বিশেষ অভিযানে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
Leave a Reply