মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর রায়পুরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অদ্য ২১/৩/২৫ ইং শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গমচরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে।নিহতরা হচ্ছে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র আল-আমিন (২৩) এবং একই গ্রামের আব্দুল বারেক হাজীর পুত্র আবুল বাসার (৩৫)। নিহতরা উভয়ই চাঁনপুর ইউনিয়নের বাসিন্দা । পুলিশ ও এলাকাবাসী জানায় চাঁনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে হাজী সামসু মেম্বারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পর হাজী সামসু এবং তার সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এরই জের হিসেবে শুক্রবার সকালে উভয়ের মধ্যে এক বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আল-আমিন ও আবুল বাসার ঘটনাস্থলেই মারা যায় এবং উভয়পক্ষের অন্তত ১০ ব্যক্তি মারাত্বকভাবে আহত হয়। আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম ও সামসু মেম্বার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে আমি জেনেছি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24