ডেক্স রিপোর্ট:
নাইক্ষ্যংছড়িতে তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্বাচিত মেয়াদ শেষ হওয়ায় চেয়ারম্যানদের বাতিল করে এসব শূণ্যস্থানে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফের স্বাক্ষরিত অনুমোদিত প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় চেয়ারম্যানদের বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। যাতে সেসব ইউনিয়নের জনগণরা সেবা থেকে বঞ্চিত না হয়। তাছাড়া এখন নতুন ভোটারদের হালনাগাদ চলমান রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে এই প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার। বাতিলকৃত পরিষদগুলো হচ্ছে নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সরকারি কর্মকর্তা/ শিক্ষকদের প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। এদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ইলাহী, সোনাইছড়ি ইউনিয়নের উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদে উপজেলার সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা। এছাড়াও ওয়ার্ড সদস্য হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পাশাপাশি কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24