সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ছাত্র নেতা ইয়াছিন আরাফাত ভূঁইয়া, এবং পরিচালনা করেন আশ্রাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার মাকসুদুর রহমান বলেন”ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমরা দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। নারী ও শিশুদের উপর যেভাবে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। বিশ্বে খাদ্যের অভাব না থাকলেও ফিলিস্তিনের শিশু ও নারীরা অনাহারে মারা যাচ্ছে।”
উপজেলা সভাপতির বক্তব্যে বলেন “যতদিন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হবে, ততদিন ফিলিস্তিনের স্বাধীনতা আসবে না। জাতিসংঘ আজ পক্ষপাতদুষ্ট। তারা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যদি জাতিসংঘ কোনো ব্যবস্থা না নেয়, তবে বিশ্বের প্রতিটি মুসলিম রাজপথে নেমে এর জবাব দেবে। রক্তের বদলে রক্ত দিতে হবে। ভারতে মুসলিমরা ক্রমাগত বৈষম্যের শিকার হচ্ছে এবং ইসলাম চর্চার স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন,দীর্ঘপাড় ইউনিয়ন সভাপতি মাওলানা মুফতি নুরুল আবছার, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম রনি, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আবরার, সাংগঠনিক সম্পাদক জাহেদ বিন মালেক,প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মিনহাজ উদ্দিন মিজবা, বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম,স্কুল ও কলেজ সম্পাদক সৈকত ইসলাম
সর্বশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়।
Leave a Reply