স ম জিয়াউর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি:
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুখে আজম রাদিয়াল্লাহু আনহুর রক্তের স্রোত ধারার অনন্য পুরুষ হযরত শেখ আহমদ সেরহিন্দ মোজাদ্দেদে আলফে সানী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত পীর মাসুম রাদিয়াল্লাহু আনহুর বংশের অনন্য প্রদীপ ও হযরত নাসির উদ্দিন সিপাহ সালাহ রাদিয়াল্লাহু আনহুর বংশের যৌথ স্রােত ধারার অনন্য দিকপাল উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাতিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর সুযোগ্য নাতি রাহনুমায়ে শরীয়ত ও তরিকত কুতুবে জমান মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর সুযোগ্য সন্তান হিজরী নববর্ষ উদযাপন পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে সাহেব খানকাহ-এ পীর,রাজপথে বীর খ্যাত দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মাঃজিঃআঃ)-র ৫৪তম খোশরোজ শরীফ উপলক্ষে আজ ২৩ অক্টোবর বুধবার এক বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্টিত হয়। বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার আঙিনায় মাদরাসা ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ মাঃজিঃআলী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লাম জসিম উদ্দিন আবেদী আলকাদেরী, প্রভাষক রবিউল হোসাইন সুমন, শিক্ষক মাওলানা আরিফুর রহমান রাশেদ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ মাওলানা, বেতাগী রহমানিয়া মাদরাসা এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান এর উপস্থিতিতে কৃষ্নচুড়া গাছ রোপনের মাধ্যমে এই কার্যক্রম অনুষ্টিত হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24