মহিউদ্দিন মহি খন্দকার :
ফুলগাজীর মুন্সিরহাট দক্ষিণ ফতেপুর ঈদগাঁ ময়দানে “তরুণ সমাজের উদ্যোগে” সৌদি আরব প্রবাসী মোঃ হানিফ ভুঁইয়ার সার্বিক সহযোগিতায়
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাজের ছাত্র তরুণ কৈশোর সবাই মিলে এই রমজানের প্রায় দুই তিন বার ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে।
২২শে মার্চ শনিবার সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী জেলা সেচ্ছাসেবকদলের সহ সভাপতি মোঃ হানিফ ভুঁইয়া আর্থিক সহায়তায় প্রায় ছয় শত রোজাদারে জন্য ইফতারের খাবার আয়োজন করা হয়। “তরুণ সমাজের উদ্যোগে” রমজানের পূর্বে দক্ষিণ ফতেপুর ঈদগাঁ মিম্বারের কাজে সিদ্ধান্ত গ্রহণ করেন; এতে সমাজের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তা নেন। এই কাজে অনুমানিক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হতে পারে। সমাজের বাসিন্দা দেশ প্রবাসী সকলের সহায়তা পেলে আগামীতে মসজিদের মুসল্লীদের জন্য শৌচাগার তৈরি কাজ শুরু করবেন বলে জানা গেছে।
ইফতার অনুষ্ঠানে ইসলামিক আলোচনা শেষে সমাজের সবার জন্য দোয়া করা হয়।
Leave a Reply