মঞ্জরুল ইসলাম লিটন,লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ সমাজের প্রতিটি স্তরকে সঙ্গে নিয়ে কাজ করে। টেকসই, উদ্ভাবনী ও গোষ্ঠীভিত্তিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তারা জাতিগঠনে এক ধরনের ভূমিকা রাখছে। ১৯৭২ থেকে ইউএনডিপি ও সহযোগী সংস্থাগুলো বাংলাদেশে সুশাসন, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে সহায়তা করার চেষ্টা করছে। সামগ্রিক এই প্রচেষ্টা ও উদ্যোগে সমাজের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতির পথ খুলেছে।
এ ধারাবাহিকতায় রাঙামাটি লংগদুতে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৫ এল ভি এম এফ ও ইয়ুথ গ্রুপ লংগদু উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা। (২৩ জানুয়ারি বৃহস্পতিবার) সকাল দশ ঘটিকা হতে উপজেলা হর্টিকালচার হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এল ভি এম এফ কমিটির সভাপতি বিক্রম বলি চাকমার সভাপতিত্বে, ইয়ুথ ফরম লংগদু উপজেলা শাখার সভাপতি নাইম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জামায়াতের আমির মাওঃ নাছির উদ্দিন সাহেব, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মুছা তালুকদার, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, লংগদু উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাঃ এম এ হালিম সহ উপস্থিত অন্যান্য অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, মানুষকে পরিবর্তন করার পেছনে শিক্ষার যে শক্তি তা কাজে লাগিয়ে সারা দেশে তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যেতে হবে এবং উদ্যোক্তা বা চাকরির সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তুলতে হবে। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য ইংরেজি, শিক্ষা এবং শিল্প সাহিত্য ইউএনডিপির মাধ্যমে সারাদেশে ফিলান্সিং দক্ষতা অর্জন করে অর্থ উপার্জন সহ নানা কার্যক্রম করে থাকে। আগামীর বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে বলে বক্তব্যে তুলে ধরেন।
Leave a Reply