শাওন আহাম্মেদ,শেরপুর জেলা প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুর সরকারি মহিলা কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় শেরপুর সরকারি মহিলা কলেজের হলরুমে আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে শেরপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর জনাব ফাওজিয়া আমিন দীনা মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মিজানুর রহমান ভূঁঞা ও অত্র কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর আজম রেজাউল করিম খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান প্রমুখ।
এছাড়াও শেরপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলীগণ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply