মোঃ শাহজাহান বাশার:
প্রযুক্তি ও উদ্ভাবনের মেলবন্ধনে এসএমই খাতের সম্ভাবনার দ্বার উন্মোচন
ঢাকা, ২৪ জুন ২০২৫:
এসএমই খাতের উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক সেবার সাথে যুক্ত করে সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে নিতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো একটি সময়োপযোগী কর্মশালা। “আইটি প্রতিষ্ঠানের সাথে এসএমই উদ্যোক্তাদের সংযোগ স্থাপন” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ তারিখে।
কর্মশালাটি সঞ্চালনা করেন এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এতে অংশ নেন দেশের স্বনামধন্য পাঁচটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যারা তাঁদের প্রতিষ্ঠানের উদ্ভাবিত ডিজিটাল সেবা, প্রযুক্তিগত সমাধান এবং আইটি সক্ষমতা নিয়ে বিশদ আলোচনা ও উপস্থাপনা প্রদান করেন।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন মোট ৫০ জন, যার মধ্যে ৪০ জন ছিলেন দেশের বিভিন্ন খাতের এসএমই উদ্যোক্তা। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রযুক্তির ব্যবহার ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি আইটি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
এসএমই ফাউন্ডেশন মনে করে, এই কর্মশালাটি এসএমই খাতের উদ্যোক্তাদের প্রযুক্তির সাথে কার্যকর সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সুফল প্রয়োগ করে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।
এসএমই খাতকে টেকসই ও উদ্ভাবনভিত্তিক উন্নয়নের পথে নিয়ে যেতে ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে।
Leave a Reply