মোঃ মনির মন্ডল, সাভারঃ
মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সরকারী কাজে বাঁধা প্রদানসহ পুলিশের গাড়ি ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহতের ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার সদর থানার মিস্ত্রী পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬), গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের মো. কাজিম শেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) ।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও ভোগান্তি কমাতে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক রবিবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারী কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, সরকারী কাজে বাঁধা প্রদানসহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারী দুটি গাড়ী ভাংচুর করে ১০ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24