ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা ঢাকায় যাওয়ার জন্য নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
খুলনা থেকে প্রথমবার এই ট্রেনের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকার কমলাপুর রেলস্টেশনে। সেখানে আজ বেলা পৌনে ১১টায় ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
নতুন রুটের ট্রেনের নির্ধারিত ভাড়া অনুযায়ী খুলনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১ হাজার ১৮ টাকা। আজ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। ট্রেনটিকেও সাজানো হয় উৎসবের আমেজে।
নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বাসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে চার ঘণ্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা।
এই ট্রেন খুলনাবাসীর জন্য খুবই খুশির। ট্রেন যখন চুয়াডাঙ্গা, দর্শনা ঘুরে যেতে কমপক্ষে ৯ ঘণ্টা সময় লাগত। এখন সাড়ে তিন ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে।
নতুন এই ট্রেনের বিষয়ে শহীদ হোসেন নামের এক যাত্রী বলেন, এই ট্রেন খুলনাবাসীর জন্য আশীর্বাদ। ট্রেন যখন চুয়াডাঙ্গা, দর্শনা ঘুরে যেতে কমপক্ষে ৯ ঘণ্টা সময় লাগত। এখন সাড়ে তিন ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে। শিডিউল অনুযায়ী সকাল ছয়টায় যাত্রায় যাত্রীদের জন্য একটু কষ্টকর। তবে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
Leave a Reply