সোহাগ কাজী ,মাদারীপুর জেলা প্রতিনিধি
আজ ২৪/২/২৫ ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকার সময় মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরদের নিয়ে মাসিক জেলা সমন্বয় সভা মাদারীপুর সরকরী সমন্বিত ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।উক্ত মাসিক সমন্বয় সভায় উপস্হিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান। ডিস্ট্রিক্ট ম্যানেজার সকলের উদ্দেশ্য বলেন ইউনিয়ন পরিষদের সকল নথিপত্র হালনাগাদ রাখতে হবে। মামলার আবেদন এবং নিষ্পত্তির হার শুনানি ও প্রাক বিচারের মাধ্যমে নিষ্পত্তি বাড়াতে হবে। তিনি আরোও বলেন এথন থেকে আমি নিয়মিত প্রতিটি ইউনিয়নে নথিপত্র পর্যবেক্ষণ করবো সেই ক্ষেত্রে হিসাব সহকারীদের সাথে বসে থেকে গ্রাম আদালতের সমস্ত নথি রেজিস্ট্রার হাল নাগাদ করে রাখবেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সুরভী, পপি আক্তার, বিবেক মন্ডল,খালেদা পারভীন ও অফিস একাউন্ট মুফতি মাহমুদ।
Leave a Reply