মোঃ মোরছালিন – জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট, ২৪ জানুয়ারি ২০২৫: জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জয়পুরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক উন্নয়ন, নাগরিক অধিকার এবং স্থানীয় সমস্যা সমাধানে ছাত্র-জনতাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন।
এসএম সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, কেন্দ্রীয় সহমুখপাত্র সাকিব মাহাদী, কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম ও নাজমুস সাকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের অন্যতম সমন্বয়ক প্রকৌশলী গোলাম মর্তুজা, সোহেল রানা, ওমর আলী বাবু ও রাশেদুজ্জামান আল হাসান, জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক
মুনিরা শারমিন বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কেউ এমনকি প্রধানমন্ত্রীও যেন ফ্যাসিবাদী শাসনের অংশ না হয়ে যান। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কারণ এ ধরনের শাসনব্যবস্থা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
এসএম সাইফ মুস্তাফিজ বলেন, বর্তমানে নির্বাচনের তাড়াহুড়ো লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকলেও, তড়িঘড়ি নির্বাচন হলে আমরা আবারও ফ্যাসিবাদী শাসনের কবলে পড়তে পারি। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার পক্ষে রয়েছি।
তাহসিন রিয়াজ বলেন, জাতীয় নাগরিক কমিটি শুধু মতবিনিময়ের জন্য নয়, ভবিষ্যতে রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা জনগণের মধ্য থেকেই উঠে আসবে। সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আগামী মাসে ‘জয়পুরহাট রাইজিং’ নামে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হবে, যেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
সভায় সমাপনী বক্তব্যে ওমর আলী বাবু বলেন, আমরা জয়পুরহাটবাসীর প্রতি আহ্বান জানাই, সকলে একসঙ্গে কাজ করে আমাদের জেলা ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব। সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply