কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির পিটিআইতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩২টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ। বৃহস্পতিবার দুপরে প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়। এর আগে ২১ এপ্রিল জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের করেন। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ডিডিএলজি কাওছার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মো: বায়জিদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ডিডি সমাজসেবা শাহপার পারভীন, ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার। এর সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের ৪ উপজেলার উপজেলা সমন্বয়কারীগন ও পিএফএ। জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার প্রক্রিয়া, প্রযুক্তি ব্যবহারের কৌশল এবং রিপোর্টিং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24