বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়।
শুক্রবার সকালে শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙ্গাইল শহর যুব বিভাগের সভাপতি সোহানুর রহমান শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর ও টাংগাইল সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় ৯ নং ওয়ার্ডের ১৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয় কম্বল বিতরনকালে জামায়াতের টাংগাইল জেলা আমীর ও টাংগাইল সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন-জামায়াতে ইসলামী সর্ব অবস্থায় মানুষের পাশে থেকেছে। চরম দুঃসময়েও জামায়াত মানুষের ঘরে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তিনি সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Leave a Reply