বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভেলাজান আনছারিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সাফল্য এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ২৩-শে ফ্রেব্রুয়ারি রোজ সোমবার সকাল আনুমানিক ১১:৩০ মিনিট এর সময় ভেলাজান ফাযিল মাদ্রাসার হলরুমে এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেলাজান ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক শামসুদ্দোহা শামুর উপস্থাপনায় জেলা বিএনপির নির্বাহী সদস্য আশরাফুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাতে রাসুল দিয়ে দোয়া অনুষ্ঠান শুরু করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ভেলাজান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, ভাইস প্রিন্সিপাল আবেদুর রহমান, জাতীয় দৈনিক বাংলার দূতের ক্রাইম রিপোর্টার এম এ মোমিন, সাবেক ছাত্র মুসারুল ইসলাম মুসা, জেলা যুবদলের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা আল মামুন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল কাদের, গভর্নিং বডি সদস্য ডাক্তার মোঃ কছিম উদ্দিন, দাখিল পরীক্ষার্থী আসফানা আক্তার মিমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বক্তারা অত্র প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনাসহ দাখিল পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন। নিজেদের আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি সময়ের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বলেন। শিক্ষার্থীদের মানসিক শক্তি, সুস্থতা এবং জ্ঞান বৃদ্ধির নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলেন। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের উপর বিশেষ গুরুত্ব রাখার আহ্বান জানান।
এবং সব সময় শিক্ষার্থীদের আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ভেলাজান আনছারিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিসহ শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
Leave a Reply