এম এ মোমিন, বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফজলে রাব্বী নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর মেজর হিসেবে। আর এ সুযোগে সেনাবাহিনীর পরিচয়ে মানুষের সাথে করতেন প্রতারণা। বেকার যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভনে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। অবশেষে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় বহন করে মানুষের সাথে প্রতারণার অভিযোগে রংপুর জাহাজ কোম্পানির এলাকা থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরো ৪ জনকে।
সোমবার ২৪-শে মার্চ রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর জাহাজ কম্পানি মোড় এলাকা থেকে জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।
তিনি জানান, ভুয়া মেজরের পরিচয় দানকারী ফজলে রাব্বির কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।
আটক ফজলি রাব্বি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের কাঠালডাঙ্গী গ্রামের মুক্তার আলমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে নেমে সেনাবাহিনীর পোশাক পরিহিত মো. ফজলে রাব্বিসহ বেসামরিক পোশাকে আরো ৪ জনকে দেখতে পান সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।
এ সময় তিনি তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনতা রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন মো. রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্প তাকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে জানান।
পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া আরো ৪ সদস্যকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে রাব্বি জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply