মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
২৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলাধীন বাইট্টা পাড়া বাজার মাঠ প্রাঙ্গণে তাহফিজুল কুরআন একাডেমি ও বাইট্টা পাড়া বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়।
হাফেজ মাওলানা ফোরকান আহমেদ সাহেব এর সভাপতিত্বে বাইট্টা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রমিজুল করিম আন-নাছিরী, মুহাদ্দিস জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া সাভার, ঢাকা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, নির্বাহী পরিচালক কারিমীয়া দারুত তাক্ওয়া মাদ্রাসা খাগড়াছড়ি।
এ সময় বক্তারা বলেন, একজন মানুষ ঈমান গ্রহণের মাধ্যমে ইসলামের ছায়াতলে এসে মূলতঃ আল্লাহর প্রিয় বন্ধু ও অধিনস্থ হয়ে যায়। যেমনটি স্বয়ং আল্লাহ তাঁর কুরআনুল কারীমেই বলেছন।
আল্লাহই হচ্ছেন তাদের অভিভাবক যারা ঈমান এনেছে, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাদের পৃষ্ঠপোষক হলো তাগুত তথা পথভ্রষ্ট শাসকরা যারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়,বস্তুতঃ তারাই হলো জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরকাল বসবাস করবে।
কুরআনুল কারীমে আল্লাহ বলেন ‘প্রকৃত মুমিন তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। অতঃপর তাতে কোনরূপ সন্দেহ পোষণ করে না এবং তাদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। বস্ত্ততঃপক্ষে তারাই হ’ল সত্যনিষ্ঠ।
মানুষকে সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া: আল্লাহ বলেন ‘তোমরা সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাঁধা দিবে,আর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। (আলে ইমরান ১১০) আল্লাহ তাআ’লা আমাদের এসকল গুণে গুণান্বিত করুন।
পরিশেষে, শান্তি পূর্নভাবে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply