রাম কৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল প্রতিনিধি:
জমির দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনি পাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে সম্রাট (৪৫) ও তার ভাই মো. আদিল খান (৪২)। বর্তমানে তারা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ও তাদের বোন জানান, দলিল লেখক তানভীর হোসেন ওরফে তান্না ও তার লোকজন কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত তানভীর হোসেন তান্না, যিনি সলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী, বলেন, “তারা আমার উপর চড়াও হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, এতে ওরা একটু ব্যথা পেয়েছে।”
নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার উম্মে ছালমা বলেন, “আমি বিষয়টি জেনে আপনাদের জানাচ্ছি।”
সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে নাগরপুর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
Leave a Reply