মোঃ কামাল হোসেন প্রধান- জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার করেছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ। অদ্য ২৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা মোঃ ইমান হোসেন এর বাড়ি হতে তারগুলো উদ্ধার করা হয়।
নরসিংদী পল্লী বিদ্যুৎ -২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম চুরি যাওয়া ১০৫ মিটার তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।যুবদল নেতা মোঃ ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় ভাবে যানা যায় বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি হতে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
অভিযানকালে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনার পর হতে জনসম্মুখে নেই অভিযুক্ত ইউপি মেম্বার ও যুবদল নেতা। এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মোঃ ইমান হোসেন এর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনাস্থলে উপস্থিত হাজিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী ইমান হোসেনের বাড়ি হতে তারগুলো উদ্ধার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ইমান হোসেন ছাড়াও এ ঘটনায় স্থানীয় রাকিব (২২), পাপন (৩২) ও মোবারক (৩৪) সহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা তার গুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক।
নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগবিহীন একটি লাইনের ১ স্প্যান তার চুরি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উর্ধ্বতনদের সাথে পরামর্শ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24