জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তুরিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রী প্রশান্ত চন্দ্র নামের এক ব্যক্তির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচটি বেড়ার ঘরসহ আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ হোসেন জানান, ঘটনার সময় ওই পরিবারের নারীরা বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ পাশের একটি ঘর থেকে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, আগুনে প্রশান্ত চন্দ্রের পুরো বাড়ি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
ইউপি সদস্য মো. আরিফ হোসেন আরও জানান, পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে। প্রশাসন ও স্থানীয়দের কাছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply