সিয়াম বাবু ,স্টাফ রিপোর্টার বগুড়াঃ
গত বুধবার বগুড়া শাহজাহানপুর উপজেলায় গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় ও র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গত ২৩ এপ্রিল র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বগুড়া শাজাহানপুর উপজেলা বামনিয়া মন্ডলপাড়া রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সিমেন্টের চুলার ভিতরে মাদকদ্রব্য পরিবহনকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আলফাজ (৩২), পিতা মৃত আব্দুল বারেক, সাং লতাবর আমতলা, ইউপি-চন্দ্রপুর, থান কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট ও আসামী মোঃ শফিকুর রহমান (২৫), পিতা মোঃ দুলাল হোসেন, সাং পূর্ব চাঁনঘাট, ইউপি-কুর্শা, থানা কাউনিয়া, জেলা রংপুরদ্বয়’কে ৬৯ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ২টি মোবাইল, ৩টি সীম, নগদ-১৫৫০/- টাকাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় প্রেরণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24