মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
আজ (২৩ মার্চ) বিকাল ৪ টায় কুমিল্লা, লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা’র প্রস্তাবিত আহ্বায়ক
💮মোঃ মাসুদ করিম
সঞ্চালনা করেন :- লালমাই উপজেলা (প্রস্তাবিত) সদস্য সচিব
💮মোঃ ইউসুফ আলী মীর (পিন্টু)
প্রধান অতিথি ছিলেন :-বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা 💮বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী
বিশেষ অতিথি ছিলেন :-
💮সদর দক্ষিণ উপজেলা সাবেক সভাপতি
আলহাজ্ব সিদ্দিকুর রহমান
💮বাংলাদেশ সুপ্রিম কোট ইউনিট যুগ্ম-সম্পাদক :-
এডভোকেট সোহরাব হোসেন পলাশ
💮 সদর দক্ষিণ উপজেলা (প্রস্তাবিত) আহ্বায়ক এডভোকেট মুহ, আখতার হোসাইন
💮সদর দক্ষিণ উপজেলা (প্রস্তাবিত) সদস্য সচিব :- মোঃ ওমর ফারুক চৌধুরী
💮 বৃহত্তর পেরুল ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান
মোহাম্মদ আমান উল্লাহ (আমান)
💮ভুলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লালমাই উপজেলা (প্রস্তাবিত) যুগ্ম-আহ্বায়ক
এবিএম ওমর ফারুক সুমন
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন,
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপির নেতাদের মধ্যে ছিলেন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির (প্রস্তাবিত) আহবায়ক আসলাম মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির (প্রস্তাবিত) আহবায়ক মোঃ আবদুল খালেক, মফিজুল ইসলাম, প্রফেসর তারেকুল ইসলাম, মনির হোসেন ডালিম, জেলা যুবদলের সদস্য মানিক মিয়া,উপজেলা যুব দল নেতা ফিরোজ মিয়া, মাকসুদুর রহমান মাসুদ, আলেক হোসেন, ছাত্রদল নেতা কামরুল হাসান লোকমান, হাবিব হোসেন,ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসেন নোমান।
Leave a Reply