প্রসেনজিৎ চন্দ্র শর্মা দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগকে অস্বচ্ছ হিসেবে দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২ টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর বাজারে মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে মুরারীপুর মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনকারী ছাত্র-ছাত্রীরা বলেন, আমাদের মাদ্রাসার পরিবেশ কে নষ্ট করতে কুচক্রী মহল কাজ করছে। তাদের ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগকে অস্বচ্ছ করতে তারা তৎপর হয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় পাশাপাশি প্রতিষ্ঠান পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাদের এভাবে অসম্মান করা হচ্ছে। আমরা তাদের অসম্মান মানতে পারছি না।
মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, আমাদের মুরারীপুর দাখিল মাদ্রাসায় গত ২৫ জানুয়ারি ২০২৫ইং সালে ১জন সহকারী সুপার, ১জন নিরাপত্তাকর্মী, ১জন আয়া পদে নিয়োগের জন্য পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় উর্ধ্বতন মহলের ৫ জন সদস্য উপস্থিত
সকলের খাতা পত্র মূল্যায়ন করে, সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২১ জন প্রার্থীর মধ্যে পরীক্ষায় যারা প্রথম স্থান অর্জন করে। তাদের নিয়োগ প্রদান করার পরে এলাকার কুচক্র মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও ইউএনও এর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় অসত্য মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। এজন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply