সোলায়মানঃ
নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাসিস্ট সরকারের দোসররা যে জুলুম ও নির্যাতন চালিয়েছিল, তার প্রেক্ষিতে নাগরপুর থানায় এই মামলা দায়ের হয়।
আজ, ২৪ মার্চ সোমবার, বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে আদালতে মামলা চলছিল এবং আজ জনমত জরিপ অনুষ্ঠিত হয়। জরিপে বেকড়া আট গ্রাম অথবা আহাম্মদ নগর নামকরণের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করা হচ্ছিল।
জরিপ কার্যক্রম চলাকালে, সকাল ১১ টার দিকে এক বাকবিতন্ডার জেরে শওকত চেয়ারম্যান ও তার সমর্থকরা আহাম্মদ নগর নামকরণের পক্ষের লোকজনকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের জনগণ শওকত চেয়ারম্যান ও তার সহযোগীদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এলাকার জনগণের চাপের মুখে, শওকত চেয়ারম্যান ইউএনও’র কাছে লিখিত পদত্যাগ পত্র জমা দেন। পরে ইউএনও, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নিয়ে স্থান ত্যাগ করেন।
এলাকাবাসি জানান, বিনা ভোটে নির্বাচিত শওকত চেয়ারম্যান আজ ইউএনও’র কাছে পদত্যাগ পত্র জমা দিয়েনে। পদত্যাগের ছবি রয়েছে আমাদের কাছে।
শওকত চেয়ারম্যানের গ্রেফতার প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০.০৯.২০২৪ তারিখে দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। পদত্যাগের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটি প্রশাসনিক বিষয়।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান শওকত চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে বলেন, “মো. শওকত হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। হয়তো তিনি চাপের মুখে বা আত্মরক্ষায় পদত্যাগের কাগজে সই করেছেন, তবে এটা প্রশাসনিকভাবে সমাধান হবে। এভাবে পদত্যাগ হয় না।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24